গত পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ৯৪ জনের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪ জনে। মারা গেছে ৬ জন। ফলে মোট প্রাণহানি হলো ২৭ জনের।
গেলো ২৪ ঘন্টায় করোনা সন্দেহে ১ হাজার ১শ ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে পুরুষ ৬৯ এবং নারী ২৫ জন। এবং এর মধ্যে রাজধানীতেই আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭ এবং নারায়ণঞ্জের ১৬।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ। যারা মারা গেছেন, তাদের ৩ জন রাজধানী ঢাকার, ২ জন নারায়ণগঞ্জের এবং ১ জন পটুয়াখালীর ছিলেন।
Read More News
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এই সময় যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।