জাপানে করোনা ভাইরাসে একদিনে ৫০৩ জন ব্যক্তির মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
Read More News
খবরে বলা হয়, এদিন রাজধানী টোকিওতেই ১৪৪ জনের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শিনজো আবে টোকিওসহ বেশ কয়েকটি অঞ্চলজুড়ে জরুরি অবস্থা ঘোষণার একদিন পরই সেখানে আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি দেখা গেছে। তবে জরুরি অবস্থা জারি হলেও, এখনো সেখানে বড় ধরনের জমায়েত দেখা গেছে।
এদিকে, জাপান টাইমস জানিয়েছে, দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে।