অবশেষে বন্ধ হলো পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল

করোনাভাইরাসের সংক্রমণরোধে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শেষপর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা।

দেশে চলমান করোনাভাইরাসের সংক্রমনরোধে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক বলেন, এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে আজ সন্ধ্যা থেকে। পাটুরিয়া ঘাটে অপেক্ষমাণ পণ্যবাহী গাড়িগুলোকে ফিরিয়ে দেয়া হচ্ছে বলেও জানান তিনি। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এর আগে সারাদিনই দুটি ফেরি দিয়ে সীমিতভাবে পণ্যবাহী যানবাহন এবং অ্যাম্বুলেন্স পারাপার করা হয়।
Read More News

ফেরিতে সাধারণ যাত্রীরা পারাপার হওয়ায় করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেড়েই যাচ্ছিল। আর এসব কারণেই শেষ পর্যন্ত এই নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *