সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারকে সহযোগিতায় যতদিন প্রয়োজন সেনাবাহিনী মাঠে থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। বুধবার দেশের অর্থনীতিতে কভিড প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি এ কথা জানান।
এদিকে, কভিড প্রতিরোধে সরকারের নির্দেশনা মানাতে রাজধানীতে আজ আরো কড়াকড়ি অবস্থান নিয়েছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী। কেউ অপ্রয়োজনে বের হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাড়িতে স্বাভাবিকের চেয়ে বেশি যাত্রী গাদাগাদি করে নেয়া হচ্ছে কিনা তাও তল্লাশি করছেন সেনা ও পুলিশ সদস্যরা। জরুরী কাজ ছাড়া কেউ বের হলেই তাকে বাসায় ফেরত পাঠানো হচ্ছে।
Read More News
এছাড়া বিভিন্ন কাঁচাবাজার এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী। নির্দিষ্ট দূরত্ব মেনে কেনাকাটা করতে বাধ্য করা হচ্ছে ক্রেতাদের। মাইকিং করে বুঝানো হচ্ছে কভিড সংক্রমণের ঝুঁকি।