করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের দ্ল্লিীতে ৬৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে এটি ভারতে দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে বৃহস্পতিবার ভারতের কর্নাটকে ৭৬ বছর বসয়ী এক বৃদ্ধ মারা যান।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে ৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কেরেলা, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশে।
Read More News
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি বণ্যপ্রাণীর বাজার থেকে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের থাবায় ৪ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৮০ জন। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও বর্তমানে সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।