ভারতে দেখা দিয়েছে আরেক নয়া আতঙ্ক। দেশটির পশ্চিমবঙ্গে এবার সোয়াইন ফ্লু থাবা বসাল। এরই মধ্যে পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লু’য়ে ১৩ জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১১ জন।
কলকাতার আমরি হাসপাতালে গত কয়েক দিনে তিনজন ভর্তি হয়েছেন। তারমধ্যে একজন নার্সিং কর্মী রয়েছেন। জানা গিয়েছে, ১৩ আক্রান্তের মধ্যে দু’জন অন্য রাজ্যের বাসিন্দা রয়েছেন। সোয়াইন ফ্লু’য়ে দু’জন শিশুও আক্রান্ত হয়েছে।
Read More News
সেন্ট্রাল ল্যাবরেটরিতে সব শাখাতে ভর্তি রোগীদের রক্ত ও অন্য নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আরো ১০ জনের শরীরে সোয়াইন ফ্লুর ভাইরাস পাওয়া গেছে।
গত কয়েক দিন ভারতে ভালোভাবেই থাবা বসিয়েছে করোনাভাইরাস। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কেউ আক্রান্ত না হলেও সতর্কতা অবলম্বন করতে চাইছে প্রশাসন। জমায়েত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ১৮ মার্চ ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে ম্যাচ খালি স্টেডিয়ামে করার অ্যাডভাইজরি পাঠানো হয়েছে। ফাঁকা স্টেডিয়ামে হতে পারে রবিবারের ইস্ট-মোহন ডার্বিও।