ব্রাজিলের মহাতারকা রোনালদিনহো এবং তার ভাই রোবার্তো জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকার অভিযোগে গ্রেফতার হয়েছেন। বুধবার দেশটির রাজধানী শহর আসুনসিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
Read More News
ব্রাজিলিয়ান মহাতারকার হোটেল রুমে তল্লাশি চালায় প্যারাগুয়ের পুলিশ। সেই তল্লাশিতে জাল পাসপোর্টসহ অন্যান্য ভুয়া কাগজপত্র পাওয়া গেছে। প্যারাগুয়ের অভ্যন্তরীণ মন্ত্রী ইউক্লিডিস বলেছেন, রোনালদিনহরে কাছে জাল পাসপোর্ট ছিল এটা অপরাধ। এই কারণেই ওকে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে।
রোনালদিনহোর পাসপোর্টে তার নাম, জন্মস্থান ও জন্ম তারিখ ঠিক থাকলেও তার নাগরিকত্ব প্যারাগুয়ের লেখা। ২০১৮ সালে ব্রাজিল সরকারের অনুমতি ছাড়াই প্রাক্তন বার্সেলোনা তারকা ফিশিং ট্র্যাপ তৈরি করেছিলেন দেশে। এর জন্য তাকে বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছিল। সেই টাকা শোধ করতে না পারায় বাজেয়াপ্ত করা হয়েছিল তার পাসপোর্ট। দেশের বাইরে যাওয়ার অনুমতিও ছিল না।
প্যারাগুয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাসিনোর মালিক নেলসন বেলোত্তির আমন্ত্রণে প্যারাগুয়েতে গিয়েছিলেন রোনালদিনহো। ভুয়া পাসপোর্ট নিয়ে সে দেশে ঢোকায় গ্রেফতার হতে হয় ব্রাজিলীয় তারকাকে।