বলিউডের হার্টথ্রব শাহিদ কাপুর মঙ্গলবারই ৩৯-এ পা দিলেন। সারা দিন তাঁর আগামী ছবি Jersey-র শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও, দিন শেষে এই বিশেষ দিন উদযাপন করলেন পরিবারের সঙ্গে। স্ত্রী মীরা রাজপুত ও বাবা পঙ্কজ কাপুরকে পাশে নিয়ে কাটলেন জন্মদিনের এলাহি তিন ডেকের কেক।
তবে বিশেষ কোনও আড়ম্বর নয়, বরং ঘরোয়া মেজাজেই জন্মদিন কাটালেন শাহিদ। সাদা কালো হুডিতে ক্যাশুয়াল মুডেই পাওয়া গেল এদিন তাঁকে। মীরা বেছে নিয়েছিলেন সাদা-কালো স্ট্রাইপড জ্যাকেট ও ট্রাউজার্স।
Read More News
দিনের শুরুতে সোশ্যাল মিডিয়ায় শাহিদকে জন্মদিনের ভালোবাসা জানিয়েছিলেন স্ত্রী মীরা এবং সহকর্মী আলিয়া ভাট। বড় দাদাকে উইশ করতে ভোলেননি ঈশান খট্টরও।