চিত্রনায়িকা রোদেলা জান্নাত বিয়ে করেছেন। জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে আলোচনায় আসেন রোদেলা জান্নাত। বর জনপ্রিয় মডেল ও অভিনেতা খালেদ হোসেন চৌধুরী সুজন। গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রোদেলা জান্নাত জানান, এটা তাদের প্রেমের বিয়ে। একমাস আগে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বিয়েটা আমরা করছি। পরিচয় অনেকদিনের হলেও ছয় মাস ধরে সুজনের সঙ্গে আমার পরিচয়ের চেয়ে একটু বেশি কিছু ছিল।
Read More News
দীর্ঘদিন আগে ‘শাহেনশাহ’ ছবির কাজ শেষ হলেও রোদেলা জান্নাতের ক্যারিয়ারের প্রথম এই ছবিটি এখনো মুক্তি পায়নি। তিনি নতুন কোনো কাজ হাতেও নেননি। আপাতত সংসার নিয়েই ব্যস্ত থাকতে চান বলে জানিয়েছেন রোদেলা।