ঢাকা মহানগর বিএনপির নেতৃত্বে আসছেন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। সাধারণ সম্পাদক পদে উত্তরে তাবিথ ও দক্ষিণে ইশরাকের নাম আলোচনায় আছে। এই দুই তরুণ দলের নেতৃত্বে এলে ঢাকায় অভ্যন্তরীণ কোন্দল দূর হবে বলে আশা তৃণমূল নেতাদের।
সরকার বিরোধী আন্দোলন বা খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে অবস্থান কোন কিছুতেই আসছে না সফলতা। আর এর পুরো দায় পড়ছে ঢাকা মহানগর বিএনপির উপর।
Read More News
বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেন, দেশের জন্য অবদান রাখার জন্য যেকোন প্রক্রিয়ায় যে দায়িত্ব দেয়া হক না কেন আমি করতে প্রস্তুত আছি। তার এই বক্তব্য ঘিরে উত্তর দক্ষিণের নেতাকর্মীদের মনে ধোঁয়াশার পাশাপাশি প্রত্যাশাও তৈরি হয়েছে মহানগরের ২ কমিটির ভবিষ্যত নেতৃত্ব নিয়ে। মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারাও চাইছেন এমন নেতৃত্ব।
ঢাকা দক্ষিনে রাজনীতিতে একেবারেই নতুন, প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন পেতে পারেন সাধারণ সম্পাদক পদ। সিটি নির্বাচনে সবার কাছে তিনি তার গ্রহণযোগ্যতা প্রমাণ করতে পেরেছেন বলে মনে করছেন মহানগর নেতারা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবীউল্লাহ নবী বলেন, কমিটি নতুন এবং পুরাতনদের নিয়ে করলেই সংগঠনটি শক্তিশালী হবে। আর নির্বাচিতরা যেন অবশ্যই ঢাকার বাসিন্দা হয় কোনো ভাড়াটিয়া নেতা দিয়ে যেন করা না হয়। খুব শিগগিরই ঢাকা মহানগর কমিটি গঠন করা হবে বলেও জানান বিএনপির জেষ্ঠ্য নেতারা। গত বছরের ১৯ এপ্রিল শেষ হয়েছে বিএনপি ঢাকার দুই কমিটির মেয়াদ।