বলিউড অভিনেত্রী ও সাবেক বিতর্কিত পর্ণ তারকা সানি লিওন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, কেউ একজন টান দিয়ে তার পিঠের চামড়া তুলে নিচ্ছেন, রক্তাক্ত পিঠ। কাতর হয়ে তাকিয়ে আছেন সানি। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Read More News
জানা যায়, জীবজন্তুদের অধিকার নিয়ে সোচ্চার এমন একটি সংস্থার হয়ে কাজ করছেন সানি। সংস্থার নাম পেটা ইন্ডিয়া। সংস্থার সদস্যরা নিজেদের সব কিছু দিয়ে শুধু মাত্র জীবজন্তুদের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা আমিষ খাওয়ার ঘোর বিরোধী। বার বার সকলকে জীবজন্তুর আমিষ ছাড়ার অনুরোধ করেন তারা। পৃথিবীর বিরল থেকে বিরলতম জীব থেকে শুরু করে রাস্তার কুকুর সকলকে নিয়েই পেটা তাদের কাজ করে।
ছবিতে এও উল্লেখ আছে আমরা যে সব চামড়ার ব্যাগ কিংবা জুতা ব্যবহার করি সেগুলো কারো না কারো ত্বক দিয়ে তৈরি। তবে সানি লিওন যে পেটা ইন্ডিয়ার পক্ষে সে কথা জানিয়েছেন তিনি।