চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে নিয়মিত জিমে সময় দিচ্ছেন। নিজের ওজন অনেকটাই কমিয়েছেন তিনি। আর তার সঙ্গে জিমে সময় দিচ্ছে একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।
আব্রাহাম খান জয় বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’য় প্লে-গ্রুপে পড়ছে। স্কুলেও সে সবার চোখের মণি। অপু বিশ্বাস নিজেই ছেলে জয়কে স্কুলে নিয়ে যাওয়া আসা করেন। কয়েক দিন আগে জয়ের একটি গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এবার জয়কে নিয়ে জিমে হাজির হয়েছেন অপু। জিমের যন্ত্রপাতি দেখে খুশিতে মেতে উঠেছে সে। এবার একটি ভিডিওতে দেখা গেলো, মায়ের সঙ্গে ব্যায়াম করছে জয়। গতকাল ভালোবাসা দিবসে সেই ভিডিও অপু নিজেই প্রকাশ করেছেন ফেসবুকে।
Read More News
প্রসঙ্গত, বলিউডে আলোচনা হলেও বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না বলা চলে। তবে শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় জয়। আব্রাহাম খান জয়ের বয়স এখন তিন বছর পাঁচ মাস।