মশা নিধনে দুই সপ্তাহের বিশেষ কর্মসূচি

আজ থেকে উত্তর সিটি করপোরেশনে শুরু হয়েছে মশা নিধনে দুই সপ্তাহের বিশেষ কর্মসূচি। মশা নিধনের নতুন এই যন্ত্রের নাম ভেইকেল মাউন্টেন। উত্তর সিটির মশক নির্মূলে বিশেষ অভিযানের শুরুর দিনই বিকল এটি। ফগার মেশিন ছাড়াও ভর দুপুরে মশা মারতে নতুন এই যন্ত্রটি নিয়ে আসা হয়েছে, কিন্তু একটি বারের জন্যও কাজ করেনি তা।

উত্তর সিটি করপোরেশনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, যাদের থেকে মেশিন কেনা হয়েছে তার প্রশিক্ষণ দিয়ে গেছে। এছাড়া আমাদের ওয়ারেন্টি পিরিয়ড থাকায় তারাই সমস্যা ঠিক করে দিবে।
Read More News

শীত কমতে না কমতেই নগরিতে বেড়েছে মশার উপদ্রব। তাই এবার আগেভাগেই এডিসসহ সব ধরণের মশার আধিক্য ঠেকাতে উত্তর সিটির এই বিশেষ মশা নিধন কার্যক্রম। তবে কার্যক্রম শুরু হয়েছে মূল সড়কে। মিরপুর ১৩ নম্বরে যে স্থানে এই নিধন কার্যক্রম তার ৪০ কদম দূরেই মিরপুর বাগানাবাড়ি খাল। এলাকাবাসী বলছেন মশা মারা হয় শুধুই ভদ্র পল্লিতে। গত বছরের মতো এবারও যাতে এডিস মশার কামড়ে মরতে না হয় সেই দাবি নগরবাসীর।

ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মমিনুর রহমান মামুন বলেন, এবারও আমাদের ডেঙ্গুর শঙ্কা রয়েছে। তাই এটাকে বিবেচনায় রেখেই আমরা বছরের শুরু থেকে কার্যক্রম শুরু করেছি। আতঙ্ক নয়, সচেতনতাই আমাদের ডেঙ্গু থেকে রক্ষা করতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *