প্রিয়াঙ্কা চোপড়া ভ্যালেন্টাইনস ডে-তে অন্য মেজাজে কাটালেন স্বামী নিক জোনাসের সঙ্গে। তবে প্রেম দিবস তাঁরা সেলিব্রেট করলেন খাঁটি বলিউড স্টাইলে।
নিক জোনাস তাঁর ইনস্টাগ্রাম পেজে প্রিয়াঙ্কার সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে এই দম্পতিকে দেখা যাচ্ছে রণবীর সিং ও সারা আলি খানের সিম্বা ছবির জনপ্রিয় গান আঁখ মারে-র সঙ্গে নাচতে। প্রিয়াঙ্কা-নিক ভক্তদের জন্যে এমন ভিডিয়ো নিঃসন্দেহে এক দারুণ ভ্যালেন্টাইনস ডে উপহার।
Read More News
প্রিয়াঙ্কাও অবশ্য পিছিয়ে থাকলেন না। তিনিও ইনস্টাগ্রামে নিক জোনাসের একটি ছবি পোস্ট করে ভ্যালেন্টাইনস ডে উইশ করলেন পিসি।