উর্বশী রাউটেলা হলেন একজন ভারতীয় মডেল এবং বলিউড অভিনেত্রী। তিনি প্রথম আনিল শর্মার অ্যাকশন-রোমান্টিক ফিল্ম সিং সাব দা গ্রেট এ অভিষিক্ত হন। ভারতীয় এই সুন্দরী ২০১৫ সালে মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম হন এবং মিস ইউনিভার্স এ ভারতীয় হিসেবে অংশগ্রহণ করেন।
আবার খবরের শিরোনামে উর্বশী রাউটেলা। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট নিয়ে উত্তেজিত নেটাগরিকরা।
দেখা যাচ্ছে, স্কিন হাগিং কালো গাউনে শরীর জড়িয়ে রাখলেও তাঁর বেশিরভাগ অংশই প্রায় উন্মুক্ত। সেই পোশাককে ব্যাখ্যা করে উর্বশী নিজেই লিখেছেন, ” আমি চাই আমাকে কেউ এ ভাবেই দেখবে, যে ভাবে আমি চকোলেট কেক-কে দেখি!”
Read More News
কালো পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন উর্বশী নেট দুনিয়ায়। কালো গাউন শরীরে কম মাটিতে লুটিয়ে আছে বেশি!
বরাবরই আলোচনার মুখ হয়ে উঠেছেন মুম্বইয়ের এই মডেল-অভিনেত্রী। আচমকা জনসমক্ষে নিজের টি-শার্ট ওপেন করে বা প্রাক্তন প্রেমিকের এনগেজমেন্ট শুনে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য করে ভাইরাল হয়েছেন তিনি, বিতর্ক তুলেছে তাঁর ছবি, তাঁর বক্তব্য।