তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়নি।
গতকাল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ইভিএম-এ ভোট কারচুপির সুযোগ নেই। একজনের ভোট অন্যজন দেয়ারও সুযোগ নেই। ঢাকা সিটি নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হওয়ার বিষয়ে তিনি বলেন, সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপিই বিভ্রান্তি ছড়িয়েছে। সেই সঙ্গে নির্বাচনকে আন্দোলনের অংশ বলায় জনগণের মাঝে ভীতি ও আশঙ্কা ছিল। যার কারণে ১০/১৫ শতাংশ ভোট কম পড়েছে। সিটি করপোরেশন নির্বাচনে ১৯ শতাংশ নয়, ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে। আসলে বিএনপি অঙ্কে ভুল করেছে।
Read More News
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।