অক্ষয়-ধনুশের সঙ্গে সারা

সারা আলি খানের ভাগ্য দেখে অনেকেরই ঈর্ষা হওয়ারই কথা। তাঁরই সমসাময়িক বলিউডের নতুন মুখরা এতটাও কপাল করেননি বলেই মনে করছে বলিউডের একাংশ। ‘কেদারনাথ’-এ হাতেখড়ির পরই রণবীর সিং-য়ের সঙ্গে ‘সিম্বা’। এর পর ইমতিয়াজ আলির নায়িকা সারা। পাইপলাইনে রয়েছে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’।

এবার আবার আনন্দ এল রাই-য়ের নতুন ছবিতেও সারা আলি খান। ধনুশের সঙ্গে সারার কাজের সঙ্গেই বাড়তি পাওনা ছবিতে রয়েছেন অক্ষয় কুমার।
Read More News

বৃহস্পতিবার নিজেই ইনস্টাগ্রামে অক্ষয় ও ধনুশের সঙ্গে ছবি শেয়ার করেছেন সারা। লিখেছেন, ‘নিজেই নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না। ছবিতে ৫২ বছরের অক্ষয় রয়েছেন একটি বিশেষ চরিত্রে। অক্ষয়েক কথায়, ‘ছবির ন্যারেশন শোনার ১০ মিনিটের মধ্যে হ্যাঁ বলেছিলাম। আমার দারুণ লাগছে আমি আনন্দ এল রাইয়ের সঙ্গে কাজ করব ভেবে। একইসঙ্গে অক্ষয়ের মজার জবাব, সারা ও ধনুশের সঙ্গে আমার কম্বিনেশন সত্যিই আটরাঙ্গি।

পরিচালক আনন্দ এল রাই-এর শেষ ছবি এখনও পর্যন্ত ‘জিরো’। যা বক্স অফিস কালেকশনেও এক কথায় ‘জিরো’ রোজগেরে। বলিউড সূত্রে খবর, ছবির নাম ইতোমধ্যেই ঠিক করে ফেলেছেন তিনি। ছবির নাম রাখা হয়েছে ‘আটরাঙ্গি রে’। নামের মতোই ছবিতে থাকবে চমক। অক্ষয় কুমারের খুব ছোট রোল হলেও, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তিনি।

ছবির শ্যুটিং খুব শীঘ্রই শুরু হবে। আগামী ছবিতে সারা আলি খান ও কার্তিক আরিয়ানকে দেখা যাবে। ছবিটির পরিচালক ইমতিয়াজ আলি। কার্তিকের সঙ্গে ‘লভ আজ কাল’ মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *