বলিউড বাদশাহ শাহরুখ খানের বোন নূর জাহান পাকিস্তানে পেশোয়ারে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। নূর জাহান শাহরুখের চাচাতো বোন।
তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন। অনেকদিন ধরে লড়াই চালালেও মঙ্গলবার (২৮ জানুয়ারি) ক্যানসারের কাছে হার মানেন তিনি।
নূর জাহানের স্বামী আসিফ বোরহান জানান, অনেকদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। শাহরুখ খানের চাচাতো বোন তিনি।
Read More News
নূর জাহান পাকিস্তানের জেলা ও শহরের কাউন্সিলর নির্বাচনেও নির্বাচিত হোন তিনি। ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিকে ৭৭ আসন থেকে তিনি মনোনয়ন নিয়েছিলেন। পরে অবশ্য তা প্রত্যাহারও করেন।
১৯৯৭ ও ২০১১ সালে দু’বার শাহরুখের সঙ্গে দেখা করতে ভারতে আসেন নূর। প্রথমবার তার স্বামী সঙ্গে এসেছিলেন। পরেরবার একাই এসেছিলেন। জানা গেছে, দেশভাগের পর শাহরুখের পরিবার ও তার চাচা (নূরজাহানের বাবার পরিবার) পাকিস্তানের বাসিন্দা হন। এর আগে ভারতেই থাকতেন তারা।