কলকাতার জনপ্রিয় ছবি ‘বেলাশেষে’ মুক্তির পাঁচ বছর পর এবার আসছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘বেলাশুরু’। ২০১৪ সালে যেই হাউজে ‘বেলাশেষে’র শুটিং হয়েছিল, সেখানেই হচ্ছে ‘বেলাশুরু’র শুটিং।
‘বেলাশেষে’ পরিবারের চরিত্ররাই থাকছেন ‘বেলাশুরু’ ছবিতে। সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রানী দত্ত, মনামি ঘোষ, অনিন্দ্য চট্টোপাধাযায়, শঙ্কর চক্রবর্তী থাকছেন এই ছবিতে।
তাই ‘বেলাশুরু’র শুটিং করতে গিয়ে ছবির টিমের মনে হয়েছে তারা যেন পাঁচ বছর আগের সময়টাতে ফিরে গেছেন।
Read More News
কলকাতা শহরের এক বয়স্ক দম্পতির জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ছবির কাহিনী। বাঙালি যৌথ পরিবারের সম্পর্কের নানা টানাপোড়েন দেখানো হবে ছবিতে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, এবছর গরমের ছুটিতে অর্থাৎ মে মাসে মুক্তি পাবে ‘বেলাশুরু’