স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া রায় যথার্থ। মিয়ানমারকে গণহত্যার দায় স্বীকার করে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের দ্রুত ফেরত নিয়ে যেতে হবে।
আইনমন্ত্রী আনিসুল হক মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে বিশ্বের মুক্তিকামী শান্তিপ্রিয় মানুষের বিজয় বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, সারাবিশ্বও রোহিঙ্গা সমস্যার সমাধান চায়।
Read More News
আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের আদেশের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে মিয়ানমার সমস্যার সমাধান করবে বলে আমরা আশাবাদী।
অন্যদিকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া আদেশ রোহিঙ্গাদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।