‘মালাঙ্গ’ ছবির জন্য গোয়ায় শ্যুটিংয়ে ব্যস্ত দিশা পটানি

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল যিনি হিন্দি ও তেলেগু চলচ্চিত্রে আর্বিভূত হয়েছেন তিনি দিশা পটানি। পাটানি ভারতের বারেইল্লেইতে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৩-এ ভারতের ইন্দোরে অনুষ্ঠিত হওয়া “ফেমিনা মিস ইন্ডিয়া” যেটি ভারতের জাতীয় সৌর্ন্দয প্রতিযোগিতা, এতে তিনি প্রথম রার্নাস-আপ স্থান অর্জন করেন। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৫-এ পুরি জগন্নাথের পরিচালিত লোফার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।

বোল্ড ছবির জন্যই যেন সব সময় রয়েছেন আলোচনার ঠিক কেন্দ্রবিন্দুতে দিশা পটানি৷ শেষ তাঁকে দেখা গিয়েছে ‘বাঘি ২’-তে৷ এবার নতুন ছবি নিয়ে পর্দা কাঁপাতে ফের আসছেন দিশা৷ টাইগার শ্রফের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এবার একেবারে নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে তাঁকে৷
Read More News

আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে দিশা পটানি-আদিত্য রায় কাপূরের ছবি ‘মালাঙ্গ’৷ আর সেই ছবির শ্যুটিংয়েই নতুন করে উষ্ণতা ছড়ালেন দিশা৷ এর আগে দিশা-আদিত্যর কিসিং সিন দারুণ সাড়া ফেলেছিল নেট দুনিয়ায়৷ এবার সমুদ্র সৈকতে একাই ঝড় তুললেন দিশা৷ রেডিশ ওরেঞ্জ বিকিনিতে সোশ্যাল মিডিয়া কাঁপালেন বলিউডের বিকিনি বেব৷ ‘মালাঙ্গ’ ছবির জন্য এখন গোয়ায় শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন নায়িকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *