ভ্যাম্পায়ার, ড্রাকুলাদের আখ্যান এবার বাংলা ছবিতেও। ছবির নাম ‘ড্রাকুলা স্যর’। ছবির পরিচালক দেবালয় ভট্টাচার্যের কথায়, ‘ড্রাকুলা স্যর এমন এক বাঙালি ড্রাকুলার গল্প বলবে যার কোনও প্রাসাদ নেই। যে নিজেই নিজের গল্প বানাবে।
লোকসভা নির্বাচন, নতুন দায়িত্ব, সব কিছু মিলিয়ে সেলুলয়েড থেকে প্রায় বছরখানেক দূরেই ছিলেন অভিনেত্রীতথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। সাময়িক বিরতি কাটিয়ে আবার বড় পর্দায় ফিরছেন তিনি। বিপরীতে দেখা যাবে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে। মূলত অনির্বাণকে কেন্দ্র করেই এই ছবি।
Read More News
ছবিতে অনির্বাণের চরিত্রটি একজন প্রাইমারি স্কুল শিক্ষকের, যার বেশ বড়, বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসা এক জোড়া ক্যানাইল দাঁতের জন্য ছাত্রছাত্রীদের কাছে তিনি ‘ড্রাকুলা স্যর ’ হিসেবেই পরিচিত।এই‘ড্রাকুলা স্যার’ এর মধ্য কি লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য ? জানা গেছে,মিমির চরিত্রটিও বেশ অন্যরকম। ছবিতে তাঁর নাম মঞ্জরী। এই মঞ্জরী একজন বিধবা। ছবি প্রসঙ্গে পরিচালক দেবালয় জানিয়েছেন প্রথম থেকেই এই ছবির জন্য অনির্বাণকেই ভেবে রেখেছিলেন তিনি।মিমিও জে তাঁর অতন্ত্য পছন্দের অভিনেত্রী সেকথাও জানিয়েছেন তিনি।
সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের জানুয়ারিতে শুটিং শুরু হবে ‘ড্রাকুলা স্যর’-এর।