উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বিকেল থেকেই হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগে। এই দুই বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীসহ সারা দেশেই বেড়েছে ঠাণ্ডার এই দুর্ভোগ।
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত বরিশালের জনজীবন। শীত যেন গরম কাপড় ভেদ করেই হাড় কাঁপিয়ে দিচ্ছে। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী বরিশালের সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। তীব্র শীতে ছুটির দিনও জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। শনিবার থেকে শুরু হবে শৈত্যপ্রবাহ। পাশাপাশি, দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং মাঝরাত থেকে সকাল এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
Read More News
এদিকে তীব্র শীতে চরম বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নাকাল হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। আবার শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা।