প্রভাসের বিয়ে নিয়ে কথা বলেছেন প্রভাসের আন্টি শ্যামলা দেবী। তেলুগু একটি ওয়েবসাইট শ্যামলা দেবীর উক্তি হিসেবে লিখেছে, ‘আমরা প্রভাসের বিয়ের জন্য অধীর আগ্রহে রয়েছি। আমরা ওর বিয়ের গুঞ্জন নিয়ে খুবই মজা করি। যদিও আমাদের পরিবারের তরফে দীর্ঘদিন ধরেই প্রভাসের জন্য পাত্রী খোঁজার কাজ চলছে।’
অসংখ্য সময় সহ-অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। যদিও দুই অভিনেতার কেউই এখনও মুখ খোলেননি।
Read More News
প্রভাসের আন্টি শ্যামলা দেবী সম্প্রতি প্রভাসের বিয়ে নিয়ে কথা বলেছেন। শোনা যাচ্ছে, আগামী বছর প্রভাসের ‘জান’ নামের একটি ছবি মুক্তি পেতে চলেছে। আপাতত সেটির শ্যুটিং নিয়েই প্রভাস ব্যস্ত। অভিনেতার আত্মীয়ের কথায়, ওই ছবির মুক্তির পরই বিয়ে করতে চলেছেন প্রভাস। তবে পাত্রী নিয়ে টু শব্দও করেননি তিনি।