সংগীত পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার মেয়ের বাবা হলেন। তাঁর স্ত্রী অভিনেত্রী ও উপস্থাপক তানিয়া হোসেন বুধবার সাড়ে দশটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যার জন্ম দেন।
২০১৮ সালের মে মাসের ১৬ তারিখে অভিনেত্রী ও মডেল তানিয়া হোসেনের সঙ্গে বাগদান সম্পন্ন হয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের। এরপর সেই বছরের জুন মাসেই বিয়ে হয় তাদের।
Read More News
২০০৮ সালে ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীর সঙ্গে যৌথ জীবন শুরু করেছিলেন দলছুট ব্যান্ডের প্রভাবশালী সংগীত শিল্পী বাপ্পা মজুমদার। প্রেম, ভালো লাগা, ভালোবাসা থেকে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজন। সম্প্রতি তাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর অভিনেত্রী তানিয়া হোসেনের সঙ্গে সম্পর্ক হয় বাপ্পার।