আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নিজের নাম রাজাকারের তালিকায় থাকায় হতবাক ও মর্মাহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম আরিফ টিপু বলেন, আমি বুঝতে পারলাম না এ শক্তিটা তারা কোথা থেকে পেলেন। মুক্তিযোদ্ধা সংস্থা বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সেখানে যুদ্ধাপরাধীদের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির অবস্থান কিছুটা রয়ে গেছে। আর সেখান থেকেই এ অবস্থা হচ্ছে যা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে করা হয়েছে।
লিখিত বক্তব্য বলা হয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তারা তাদের ভুলটি সংশোধন করবে এবং অবিলম্বে ভুল সংশোধনসহ প্রজ্ঞাপন জারি করে গণমাধ্যমে তা প্রকাশ-প্রচার করবে।
Read More News
টিপু বলেন, রাজশাহীর তিন মুক্তিযোদ্ধার নাম আসায় আমি হতবাক হয়েছি। রাজাকারের তালিকা তৈরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। রাজাকারের তালিকায় তার নাম থাকাটা লজ্জার।
ট্রাইব্যুনালের সুনাম ক্ষুণ্ণ করতেই প্রশাসনের ভেতরে থাকা জামাত-শিবির চক্র গোলাম আরিফ টিপুর নাম রাজাকারের তালিকায় দিয়েছে বলে ট্রাইব্যুনালের দুইজন প্রসিকিউটর মন্তব্য করেন।
স্বাধীনতার ৪৮ বছর পর প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। ঝড় উঠেছে সব মহলে।