সিনেমায় ফিরেছেন ‘শাবনূর’

গত মাসে ঢাকায় ফিরেছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। আর ফিরেই নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান এ অভিনেত্রী।

গতকাল জনপ্রিয় নায়িকা শাবনূর বলেন, জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নতুন একটি সিনেমা নিয়ে আলাপ হয়েছে। সিনেমার নাম ‘কাঁটাতারের বেড়া’। তবে সিনেমাটিতে এখনো চুক্তিবদ্ধ হইনি। সিনেমার গল্পটি ভালো লেগেছে। আমি দর্শকদের ঠকাতে চাই না। বড় পর্দায় ফিরলে ওজন কমিয়ে ভালো লুকে ফিরতে চাই। সেটার জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছি। সব ঠিক থাকলে অবশ্যই কাজটি করবো। তবে দ্রুত শুটিংয়ে যাচ্ছি না। সময় নিয়ে ফিরতে চাই।
Read More News

উল্লেখ্য, সবশেষ ২০১৮ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দর্শকরা শাবনূরকে দেখেছেন। এ সিনেমায় তার বিপরীতে নবাগত শায়ের খান অভিনয় করেন। এরপর মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এত প্রেম এত মায়া’ ছবিতে অভিনয়ের পাশাপাশি একটি গানে কণ্ঠ দেন শাবনূর। কিন্তু এ সিনেমার কাজ এখনো বাকি রয়েছে। শাবনূর সময় দিলে ছবির শুটিং সামনে হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *