‘মিস ইউনিভার্স-২০১৯’ প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ শিরিন শিলা। তবে মুকুট জেতা হলো না তার। মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজি।
রবিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় মিস ইউনিভার্স ২০১৯ এর পর্দা নেমেছে। এবছরের আসরে ৯০টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছে। নানা ধাপ পেরিয়ে সেমি ফাইনালে উঠেন ২০ জন প্রতিযোগী।
Read More News
সেরা বিশ থেকে বেঁছে নেয়া হয় সেরা দশজনকে। চূড়ান্ত পর্বে সেরা দশ থেকে মিস ইউনিভার্স এর মুকুট জয় করে নেন জোজিবিনি তুনজি। গত বছরের বিজয়ী ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে মুকুট পরিয়ে দেন এবছরের বিজয়ীর মাথায়।
রানার্স আপ হয়েছেন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন ও সেকেন্ড রানার্স আপ হয়েছেন মিস মেক্সিকো সোফিয়া আরাগান।