স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু সাবেক প্রেমিক রহমান সৈকতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (০৮ ডিসেম্বর) সৈকতকে গ্রেফতার দেখানো হয়।
Read More News
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে, রুম্পা হত্যার মূল রহস্য উদঘাটন করতেই আদালত সৈকতের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে সৈকত স্বেচ্ছায় ডিবি পুলিশের কাছে গিয়েছিলেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনের দুই ভবনের মাঝে রুম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ঘটনার দিন রুম্পার সঙ্গে যোগাযোগ করে সৈকত। এরপর তারা সিদ্ধেশ্বরীর ৬৪/৪ নম্বর বাসায় দেখা করার সিদ্ধান্ত নেন। গোয়েন্দা পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার দিন গত ৪ নভেম্বর সন্ধ্যার দিকে সৈকতসহ রুম্পা ওই ভবনে প্রবেশ করেন।
ঘটনা তদন্তে রুম্পার মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান গোয়েন্দারা। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।