বিকেল সাড়ে পাঁচটায় বিপিএলের ৭তম আসরের জমকালো অনুষ্ঠান শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি স্যাটেলাইট জিটিভি। শেষ হবে রাত ১০টায়। বর্ণিল উৎসবের মধ্য দিয়ে উদ্বোধন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ এই বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাড়ে পাঁচটা থেকে প্রথম পর্বে দেশীয় শিল্পীদের পারফরমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়ে, চলবে সাতটা পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধা ৭টা ২০ মিনিটে।
Read More News
সন্ধ্যা সাতটার মধ্যে মঞ্চে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আসরের উদ্বোধন ঘোষণা করবেন। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর কিছুক্ষণ চলবে আতশবাজি।
এরপর শুরু হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মঞ্চে উঠবেন ভারতীয় সঙ্গীত তারকা সনু নিগম। তার পরিবেশনা শেষে কিছুক্ষণ চলবে লেজার লাইট শো। রাত ৮টা ৫৫ মিনিটে গান গাইবেন ভারতীয় সঙ্গীত তারকা কৈলাস খের।
এরপরই আসবেন বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনার পরই মঞ্চে আসবেন মূল আকর্ষণ বলিউড ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান। একক পরিবেশনা শেষে ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে তার দ্বৈত পরিবেশনার মাধ্যমে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান।