কয়েক বছর আগে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নামে একটি ফুলের নামকরণ করা হয়েছিল। এ কথাটি কম বেশি সকলেরই জানা। এবার বিশ্ব ইতিহাস এবং জনপ্রিয় সংস্কৃতির মধ্যে দিয়ে হাই স্কুলের শিক্ষার্থীদের ইংরেজি শেখানোর জন্য ফরাসি ওয়ার্কবুকের প্রচ্ছদে ব্যবহার করা হল তার মুখ।
শুধু তাই নয়, তাকে নিয়ে বইটিতে আছে কয়েকটি প্রশ্ন। সেই সঙ্গে স্থান করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। তার ছবি না থাকলেও তাকে নিয়ে বইটিতে রয়েছে কিছু প্রশ্ন। একইসঙ্গে আছে তাজমহলের ছবিও। নলিউড ও বলিউড নিয়েও আছে একটি অধ্যায়।
Read More News
বহু আগে থেকেই ফ্রান্সের জনপ্রিয় ব্র্যান্ড ‘লরিয়েল’-এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন ঐশ্বরিয়া। তাদের হয়ে ফ্রান্সের সবচেয়ে আলোচিত কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচাতেও নিয়মিত হাঁটতে দেখা যায়।