বলিউডের আগে দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন ইলিয়ানা ডি ক্রুজ। তবে শেষ কয়েক বছরে খুবই বেছে ছবি করছেন তিনি। যার জেরে জনপ্রিয় নায়িকাদের তালিকায় ঢুকে পড়েছেন ইলিয়ানা।
সম্প্রতি একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইলিয়ানা জানিয়েছেন, বডি শেমিং থেকে গায়ে ছোড়া হয়েছে চিনামাটির খোলাও। এমনকী মহিলা হওয়ার জন্যও নানা রকম কথা শুনতে হয়েছিল তাঁকে। একইসঙ্গে তাঁকে বেশ কিছু অপেশাদার মানুষের সঙ্গে দীর্ঘদিন কাজ করতে হয়েছে।
কিশোরী বয়স থেকেই শরীরের মাপ নিয়ে নানা কটূক্তির শিকার হতে হয়েছে তাঁকে। ইলিয়ানা বলেছেন, ‘অনেক সময়ই দেখি ছবিতে আমার শরীরের বিভিন্ন অংশের মাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সত্যি সেই মাপ আমার নয়। আমি মোটা হলে সেটা আলাদা ব্যাপার। তবে ১৩-১৪ বছয় বয়স থেকেই কটূক্তির শিকার আমি।
Read More News
প্রসঙ্গত, ছবিতে বাণিজ্যিক সাফল্য তেমন না এলেও ফিগারের জন্য বরাবরই প্রশংসিত ইলিয়ানা। সম্প্রতি ওই ছোট্ট বেলি ডান্সেও তাঁর ফিগারের প্রশংসায় মুখর ছিলেন ফ্যানেরা। সম্প্রতি তাঁর ছবি ‘পাগলপান্তি’ মুক্তি পেয়েছে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন জন আব্রাহাম, অনিল কাপুর, কীর্তি খারবান্দা, আরশাদ ওয়ারসি, পুলকিত সম্রাট ও সৌরভ শুক্লা। ছবি মুক্তির পর বেশ ভালোই ব্যবসা করছে বক্স অফিসে।