বলিউড ও দক্ষিণী নায়িকা কাজল আগরওয়াল নতুন ছবি ‘আলা ভাইকুন্তাপুরামলো’ একটি বিশেষ চমক হিসেবে হাজির হতে যাচ্ছেন। সিনেমাটির চমকটি হলো একটি আইটেম গান। আর এই গানটির জন্য ব্যাপক খোলামেলা দৃশ্যে অভিনয় করতে হবে।
Read More News
তবে কয়েকজন নায়িকা এমন দৃশ্যে অভিনয়ে অপারগতা প্রকাশ করেন। অবশেষে কাজল আগরওয়াল খোলামেলা হয়ে আইটেম গানে নাচতে কোটি টাকা সম্মানি দাবি করেন। এরপর এই ছবির আইটেম গানের জন্য নতুন করে চুক্তিবদ্ধ করা হয় কাজলকে। তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ২০২০ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। ছবিটি পরিচালনা করবেন ত্রিবিক্রম শ্রীনিবাস। আর এ ছবিটি প্রযোজনা করছেন আল্লু আর্জুনের বাবার প্রতিষ্ঠান গীতা আর্টস।