অভিনয়ের পাশাপাশি দেশ বিদেশ ঘুরে বেড়ানো নবাব কন্যার সারার একটা প্যাশন আছে। কাজের থেকে সামান্য ব্রেক পেলেই তিনি বেরিয়ে পড়েন ছুটি কাটাতে। আর বেশিরভাগ সময়েই সারার সঙ্গী তাঁর গার্ল গ্যাং।
সম্প্রতি তিনি ছুটি কাটাতে পৌঁছে গিয়েছেন প্রিয় শহর নিউ ইয়র্কে। দেশে থাকলে যে শখগুলি পূর্ণ করতে পারেন না, বিদেশের মাটিতে স্বচ্ছন্দে তা করেন। আর তাই ইচ্ছে মতো ঢুঁ মারেন কখনও স্থানীয় কাফে, পাব অথবা পিত্জা জয়েন্টে। কিংবা কোনও উদ্দেশ্য ছাড়াই হেঁটে বেড়ান রাস্তায়। তবে এর ফাঁকে সময় বের করে জিমে ঘাম ঝরাতে মোটেই ভোলেন না সারা আলি খান।
Read More News
সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন, যা থেকে স্পষ্ট এই সফর তিনি দারুণ উপভোগ করছেন। কালো ডেনিম, গোলাপি টিশার্ট এবং গোলাপি উইন্টার জ্যাকেটের সঙ্গে গলায় জড়িয়ে নিয়েছেন হালকা গোলাপি স্কার্ফ। ইয়ারমাফ এবং কালো ওয়েফেরার সানগ্লাসে পারফেক্ট তাঁর উইন্টার লুক।