রেস টু’, ‘ঢিশুম’ ও ‘হাউজফুল টু’ এই তিনটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন জন আব্রাহাম ও জ্যাকলিন ফার্নান্দেজ। এবার চতুর্থবারের মতো জুটিবদ্ধ হতে যাচ্ছেন তারা। শোনা যাচ্ছে, ‘অ্যাটাক’ নামে একটি ছবিতে একসঙ্গে কাজ করবেন বলিউডের এই দুই তারকা। এ প্রসঙ্গে বলিউডের এই দুই তারকা একটি ঘনিষ্ঠসূত্র জানান, “অ্যাটাক’র জন্য শুরু থেকেই প্রথম পছন্দ ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ।
জন আব্রাহাম ঘোষণা করেছিলেন যে নতুন পরিচালক লক্ষ্য রাজ আনন্দের নতুন অ্যাকশন থ্রিলারে কাজ করতে চলেছেন তিনি। ছবিটি প্রযোজনার কাজও করছেন জন। ছবিতে জনের বিপরীতে দেখা যাবে শ্রীলঙ্কাং বিউটি জ্যাকলিন ফার্নান্ডেজকে। তবে শুধু জ্যাকলিনই নন, ছবিতে রয়েছেন আরেক জন নায়িকা। আর সেটি হলেন রাকুল প্রীত সিং।
Read More News
ছবিটি দুই নায়িকাকেই দারুণ শক্তিশালী চরিত্রে দেখাবে। দারুণ রূপের পাশাপাশি তাঁদের থাকবে অনেক স্টান্টস করার সম্ভবানাও। রাকুল ইতোমধ্যেই ছবির জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। আগামী জানুয়ারি থেকেই ছবির শ্যুটিং শুরু হবে।
জন যদিও এখন ভীষণ ব্যস্ত। পাগলপান্তির পর সঞ্জয় গুপ্তার মুম্বই সাগা রয়েছে তাঁর হাতে। এর পর শুরু হবে অ্যাটাক ও সত্যমেব জয়তে ২ এর কাজ।