কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা ভক্তদের জন্য নতুন উপহার নিয়ে আসছেন। দীর্ঘদিন পর নিজের সুরে নতুন গান কণ্ঠে তুলেছেন রুনা। তবে কোনও সিনেমারে জন্য নয়, গান গেয়েছেন সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন এর জন্য।
গানের শিরোনাম ‘ফেরাতে পারিনি’। কবির বকুলের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ।
Read More News
গানটি প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘ফেরাতে পারিনি’ গানটি মেলোডিয়াস ঘরানার, ক্ল্যাসিক্যাল বেইজড। আমার বিশ্বাস, এই গান শ্রোতা-দর্শকের মধ্যে অন্যরকম ভালোলাগার সৃষ্টি করবে। গানের সাথে সংশ্লিষ্ট সবাই অনেক শ্রম দিয়ে গানটি করেছি। গানটির সঙ্গে আমাদের প্রত্যেকের ভালোবাসা জড়িয়ে আছে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৬ নভেম্বর, শনিবার তাদের ইউটিউবে অবমুক্ত করা হবে ‘ফেরাতে পারিনি’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।