ঘূর্ণিঝড় বুলবুল তীব্র থেকে তীব্রতর হচ্ছে। উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, ক্রমশ শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে বুলবুল।
আয়লার ভয়াবহতাকেও টপকে যেতে পারে বুলবুল। শনিবার মধ্যরাতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা ছিল স্থলভাগে। কিন্তু সকালে বুলবুল যেভাবে শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে, তাতে মনে করা হচ্ছে শনিবার সন্ধের পরই স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। যার জেরে বিপর্যস্ত হতে পারে জনজীবন।
Read More News
ঝড়ের কারণে কলকাতা বিমানবন্দর থেকে ২৩টি বিমান বাতিল করেছে ইন্ডিগো বিমান সংস্থা। যে বিমানগুলি সকাল ১১ টার পর কলকাতা থেকে রাঁচি, পাটনা, দিল্লি, চেন্নাই, মুম্বই, পুনে-সহ আরও বেশ কয়েকটি জায়গায় যাওয়ার কথা ছিল সেগুলিকে বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড় বুলবুল শনিবার সন্ধেতে এ রাজ্যে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া এলাকার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে শনিবার সকাল থেকে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। উপকূল অঞ্চলে ঝোড়ে হাওয়া বইছে এবং তার প্রভাব পড়েছে কলকাতায়।