ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম নগর পিতা না বলে সেবক বলার আহবান জানিয়েছেন। তিনি বলেন, বারবার আমাকে নগর পিতা বলা হয়, কিন্তু আমাকে নগর পিতা না বলে যদি নগরের সেবক হিসেবে নেন তাহলে কিন্তু আমি বেশি খুশি হবো।
শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত ‘শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
Read More News
মেয়র বলেন, ডিএনসিসি খেলাধুলার জন্য ২৪ টি খেলার মাঠ-পার্ক নতুন করে সাজানোর পদক্ষেপ নিয়েছে। আশা করছি সেই মাঠগুলো হবে দেখার মতো। কাজ শেষ হওয়ার পর সেগুলো উন্মুক্ত হবে।
তিনি বলেন, তরুণ সমাজ যতবেশি খেলাধুলা করবে, ততবেশি সামাজিক হবে। মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ক্লাবের উপদেষ্টা সদস্য হারুনুর রশিদ, উত্তরা পশ্চিম থানার আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকসহ উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।