শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর বলিউডের নতুন প্রজন্মের মধ্যে অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তার অভিনীত একটি ছবি মুক্তি পেয়েছে। প্রায় প্রত্যেকদিন পেজ থ্রি তে জায়গা করে নিচ্ছেন শ্রীদেবীকন্যা। জিম হোক বা ডিনার ডেট ছোট পোশাক জাহ্নবীর বেশ পছন্দের। তাই পাপারাৎজিদেরও বেশ প্রিয় বলিউডের এই উঠতি অভিনেত্রী।
Read More News
তবে এবার নতুন করে আলোচনায় আসলেন তিনি। সম্প্রতি ন্যুড পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। আর সেই ছবি ঝড়ের মতো অনলাইনে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে পোশাকটি একেবারে গায়ের সঙ্গে মিশে গিয়েছে এ অভিনেত্রীর। স্কিন কালারের পোশাকটি নজর কাড়ছে সবার। মুম্বইতেই তার এই ছবিটি তোলা হয়েছে। নিজের গাড়ি থেকে নেমে কোথাও যাচ্ছেন জাহ্নবী। এই পোশাকের সঙ্গে তার হাতে রয়েছে কালো রঙের একটি ব্যাগ ও সাদা স্নিকার। মুখে সামান্য মেক আপ, আর খোলা চুল। কেউ কেউ মনে করছেন, কিম কার্দাশিয়ানের লুকের সঙ্গে মিল রয়েছে জাহ্নবীর।