রবিবার দিওয়ালিতে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার রেশ কাটতে না-কাটতেই জন্মদিনের ঠিক আগে রোমে উড়ে গেলেন ঐশ্বরিয়া। সঙ্গী অভিষেক ও কন্যা আরাধ্যা।
১ নভেম্বর ৪৬ বছরে পড়ছেব ঐশ্বরিয়া। এ বছর ঘড়ির ব্র্যান্ড Longines-এর সঙ্গে ২০ বছর সেলিব্রেট করছেন তিনি। বুধবার তাদেরই এক নয়া কালেকশন Dolce Vita-র উদ্বোধন করেন প্রাক্তন বিশ্বসুন্দরী। পাপারাত্জিদের সামনে আসার আগে একটি ব্যক্তিগত ফটোশ্যুট সারেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম সেই ফটোশ্যুটের কয়েকটি ছবি পোস্ট করেছেন।
Read More News
জিয়াদ জারমানোজের গাউন আর ন্যুড মেক-আপ লুকে বরাবরের মতোই অনবদ্য লাগছিল ঐশ্বর্যকে।
লঞ্চ ইভেন্টে অভিষেক ও আরাধ্যার সঙ্গে ঐশ্বর্যের একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মায়ের মতোই একটি গাউনে সেজে তাঁকে জড়িয়ে ধরে আরাধ্যা। তখনই মঞ্চে অভিষেককেও ডেকে নেন অভিনেত্রী।
সূত্রের খবর, এ বার একটি বিশেষ জায়গায় জন্মদিন সেলিব্রেট করবেন ঐশ্বর্য। তারপর তাঁরা সপরিবারে রোমকে এক্সপ্লোর করবেন। আগামী তিন দিনে তাঁরা ভ্যাটিক্যান সিটিতেও যাবেন বলে খবর।
কর্মক্ষেত্রে অনুরাগ কাশ্যপের আপকামিং গুলাব জামুন ছবিতে আবারও একসঙ্গে দেখা যাবে অভিষেক-ঐশ্বর্যকে।