ঢাকা-মদিনা ফ্লাইট চালু করেছে বিমান

ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান। সোমবার ফ্লাইট উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী।

বিমান প্রতিমন্ত্রী বলেছেন, জুনের মধ্যে ঢাকা-টরেন্টো, ঢাকা-রোম, ঢাকা-ম্যানচেস্টার, ঢাকা-সিডনি, ঢাকা-চেন্নাই, মালে এবং কলম্বো ফ্লাইট চালু হচ্ছে।

সোম, বুধ, শনি ঢাকা থেকে এবং বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে আপাতত সপ্তাহে এই ৪ দিন মদিনা যাবে বিমানের ফ্লাইট।
Read More News

গত দু’বছর ধরে হজের সময় ঢাকা এবং চট্টগ্রাম থেকে মদিনায় শুধু হজ ফ্লাইট পরিচালনা করেছে বিমান। এবার বছরজুড়েই বিমান সপ্তাহে ৪ দিন মদিনায় ফ্লাইট ফরিচালনা করবে। সোমবার দুপুরে ঢাকা-মদিনা ফ্লাইট উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী।

সরাসরি মদিনা যেতে পেরে খুশী যাত্রীরা। প্রথম দিন বিমানের ড্রিমলাইনার গাংচিলে মদিনা গেছেন ২শ ৫৪ জন যাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *