পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ হৃদরোগে আক্রান্ত হয়ে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ওই হাসপাতালের চিকিৎসকদের বরাতে হামিদ মীর বলেন, সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ এই হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেছেন, তবে তিনি দুর্বলবোধ করছেন।
পাকিস্তানের গণমাধ্যম ‘জিও নিউজ’ জানায়, রক্তের প্লাটিলেট মারাত্মকভাবে কমে যাওয়ায় এ সপ্তাহের শুরুতে লাহোরের সার্ভিসেস হাসপাতালে নেওয়া হয় সাবেক ওই প্রধানমন্ত্রীকে। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, তাকে প্লাটিলেট দেয়ার পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে এর একদিন পর প্লাটিলেট আবার কমে যায়। পরে তাকে আবারও প্লাটিলেট দেয়া হয়।
Read More News
সুগার মিলস মামলায় নেওয়াজ শরীফের শারীরিক অবস্থা বিবেচনায় শুক্রবার জামিন মঞ্জুর করে লাহোর হাইকোর্ট। ‘ডন’ জানিয়েছে, সুগার মিলস মামলায় মুক্তির জন্য পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীকে প্রায় ১ কোটি পাকিস্তান রুপি আদালতে জমা দিতে হবে।