‘কোয়েনা মিত্র’ অত্যাচারের চরম কাহিনি ফাস করেন

বলিউডে বিভিন্ন সময়ে বিতর্কিত ঘটনা ঘটে থাকে। বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্র অত্যাচারের চরম কাহিনি বললেন, ‘বিগবস ১৩’ -এ ।
Read More News

গত শুক্রবারের পর্বে ফাস করেন এক গোপন কথা। জানান তার প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কের কথা। তুরস্কের বাসিন্দা ছিলেন কোয়েনার প্রাক্তন প্রেমিক। অনুষ্ঠানে কোয়েনা জানান, বয়ফ্রেন্ড ছিলেন অত্যন্ত ‘পজেসিভ’। একবার তুরস্ক থেকে মুম্বই এসেছিলেন সেই বয়ফ্রেন্ড, তখনই কোয়েনার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করতে শুরু করেন। অত্যাচারের সীমা বাড়িয়ে কোয়েনার বয়ফ্রেন্ড তাকে ফ্ল্যাটের বাথরুমে আটকে রেখে দিয়েছিলেন বলে জানান কোয়েনা। এই বলিউডের তারকা আরও জানান, তার বয়ফ্রেন্ড বলেছিলেন তাদের বিয়ের পর তুরস্কে কোয়েনা গেলে তার পাসপোর্ট পুড়িয়ে ফেলে দেবেন তিনি। যাতে কোয়েনা কোনো দিন ভারত ফিরতে না পারেন। এটা শোনার পরই কোয়েনা সতর্ক হন। ভেঙে যায় তাদের সম্পর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *