রংপুরে মুচড়ে গেলো ট্রেনের ৪টি বগি

রংপুরের কাউনিয়া রেলওয়ে জংশন ষ্টেশনে ইঞ্জিন লাগাতে গিয়ে মুচড়ে যায় ৪টি বগি। এই দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০জন। জানা যায় চালকের পরিবর্তে ফায়ারম্যান চালাচ্ছিলেন ট্রেনটি।

আজ বিকেলে সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী সেভেন আপ ট্রেনটি কাউনিয়া রেলওয়ে জংশন ষ্টেশনে এসে  ইঞ্জিন ঘুরানোর সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। এসময় ইঞ্জিনের ধাক্কায় চারটি বগি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসন ট্রেনের ভিতরে আটকে পড়া লোকদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এঘটনায় নিহত আপেল মাহমুদ গাইবান্ধা নার্সিং কলেজের ছাত্র। আহত রেলকর্মী আব্দুর রহিম জানান, ইঞ্জিন ঘুরানোর সময় ট্রেনের চালক না থাকায় ফায়ারম্যান চালাচ্ছিলেন বলেই এ ঘটনা ঘটেছে।
এদিকে রেল দুর্ঘটনার পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য ডাক্তারদের নির্দেশ দেন।

Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *