বন্যার বিপর্যয়ের মাঝেই চলল ফটোশুট

গত ২৪ ঘণ্টায় বিহারে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করেছে। টানা বৃষ্টিতে পাটনা-সহ রাজ্যের অধিকাংশ জায়গা জলমগ্ন। বাড়ছে মৃতের সংখ্যা। জেসিবি মেশিন, ট্রাকটর করে বন্যায় আটকে থাকা লোকজনদের উদ্ধার করছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ইতিমধ্যে বন্যায় আটকে থাকা লোকজনদের উদ্ধার করার জন্য বায়ুসেনার কাছে আবেদন করেছে বিহার সরকার। এরই মাঝে চলল দেদার ফটোশুট।
Read More News

আগামী ২৪ ঘণ্টায় বিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গোটা রাজ্যে জারি করা হয়েছে রেড ‌অ্যালার্ট। পাটনার জলমগ্ন রাস্তায় হাঁটু জলে ছবি তুলতে ব্যস্ত অদিতি সিং। ইনি পাটনার ন্যাশানাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির ছাত্রী। হাইহিল, টকটকে লাল রঙের গাউন পরে জলে নেমে পড়েছে সে। ফোটোশুটের ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছে, বিহারের বর্তমান পরিস্থিতি কেমন তা তুলে ধরতেই এই ছবি তোলা হয়েছে। তারা হাসি মুখে বিপর্যয়ের মোকাবিলা করার বার্তা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *