অভিনেতা হিসেবে অক্ষয় কুমার ঠিক কতটা পরিণত, তা স্পষ্ট হয়ে যায় সাম্প্রতিক সময়ে তাঁর ছবি নির্বাচন এবং অভিনয় দক্ষতা দেখালেন।
একদিকে যেমন মিশন মঙ্গল এবং প্যাডম্যানের মতো ছবি করছেন, তেমনই হাউসফুলেও তিনি সমান স্বচ্ছন্দ। এই মুহূর্তে অক্ষয় কুমারের আরও একটি ছবি নিয়ে চর্চা চরমে। হ্যাঁ, ‘লক্ষ্মী বম্ব’। ৩ অক্টোবর, বৃহস্পতিবার সেই ছবির ফার্স্ট লুক পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অক্ষয়।
Read More News
২০১১ সালে মুক্তি পাওয়া কাঞ্চনা-র হিন্দি রিমেক হরর ছবি ‘লক্ষ্মী বম্ব’। প্রথম পোস্টারেই শিড়দাঁড়া দিয়ে ভয়ের চোরা স্রোত বয়ে যেতে বাধ্য। অক্ষয় ছাড়াও এই ছবিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে।
ছবি অক্ষয়কে সুতির গোলাপি শাড়িতে দেখা যাচ্ছে অসুরদলনী দেবীর সামনে দাঁড়িয়ে থাকতে। লক্ষ্মীর চরিত্রে দুরন্ত বিশ্বাসযোগ্য লাগছে তাঁকে।