জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ সিনেমা জগত থেকে অনেক দূরে। তিনি ক্যামেরা বা লাইমলাইটের আড়ালেই থাকেন। সম্প্রতি কৃষ্ণার একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read More News
তাঁকে দেখা গিয়েছে বিকিনি পরে বয়ফ্রেন্ড ইবান হ্যায়ামসের সঙ্গে সমুদ্র সৈকতে ছুটি কাটাতে। ইবান বাস্কেটবল খেলোয়াড়। এই ছবি ভাইরাল হওয়ার পর আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে। জ্যাকির মেয়ে কৃষ্ণা নাকি গোপনে বিয়ে সেরে ফেলেছেন ইবানের সঙ্গে। আর বিয়ের পরই তাঁরা সমব কাটাতে গিয়েছেন এক সঙ্গে। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি কৃষ্ণা শ্রফকে। তবে সোশাল মিডিয়ায় এখন এই ছবি ভাইরাল।