সদ্যোজাতকে কোলে নিয়ে অ্যামি জ্যাকসন

সম্প্রতি মা হয়েছেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন। হাসপাতাল থেকেই সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

মা হওয়ার পর অভিনেত্রী জানিয়েছেন, তিনি ছেলের নাম রেখেছেন অ্যানড্রেস। এবার সেই ছোট্ট ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লেন তিনি।
Read More News

গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন অ্যামি জ্যাকসন। হাসপাতাল থেকে বেরিয়ে অ্যানড্রেসকে নিয়ে যখন প্রথম ঘুরতে বের হন অ্যামি। তখনই তার ছবি ভাইরাল হয়। তবে এই প্রথমবার নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত সুখ, দুঃখ, আনন্দের কথা জানিয়েছেন অ্যামি।

প্রথম থেকেই ভক্তদের সামনে সেই সব মুহূর্তের একের পর এক ছবি শেযার করেন অ্যামি জ্যাকসন।

২০২০ সালে ইতালিতে বন্ধু জর্জের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন অ্যামি। চলতি বছরই তাদের বিয়ের কথা থাকলেও অ্যামি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর তাদের বিয়ের দিন তারিখ পিছিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *