আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা কখনও দাবি করিনি আওয়ামী লীগ ধোয়া তুলসীপাতা। এখানে সব লোক অন্যায় করে না, অপরাধ করেনা, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, গডফাদারগিরি করে না এমন কথা কখনও বলিনি।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালেয় সিনেট ভবনে বাংলা বিভাগের ৭৩জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
Read More News
আমাদের নেত্রী সরাসরি বলে দিয়েছেন, আমি এখানে দুর্নীতির ওকালতি করিনা। আমাদের নেত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এদেশে বিচারহীনতার সংস্কৃতি শুরু করেছিলো, আমরা নই। তারা হাওয়া ভবনকে ক্ষমতার বিকল্প কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলো। আজ বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে নীতি কথা বলেন, এটা যেন ভূতের মুখে রাম নাম।
শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে হয়ে গেছে। ক্যাসিনোর এ টাকা কোন কোন নেতার কাছে যেতো তা তদন্ত করে বের করা হচ্ছে।