আইনজীবী জেড আই পান্নার পা ছুঁয়ে সালাম করলেন মিন্নি

বরগুনার বহুল আলোচিত আয়েশা সিদ্দিকা মিন্নি সুপ্রিম কোর্ট বারে তার আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট বারে আইনজীবী জেড আই খান পান্নার চেম্বারে বাবা মোজাম্মেল হোসেন কিশোরকে সঙ্গে নিয়ে সাক্ষাৎ করেন ও জামিন আবেদনের ফাইলিং আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম উপস্থিত ছিলেন। এসময় মিন্নি আইনজীবী জেড আই খান পান্নার পা ছুঁয়ে সালাম করেন।
Read More News

সাক্ষাতের পর জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, ‘ডাক্তারের সঙ্গে পরামর্শের বিষয় আছে। আইনজীবীর সঙ্গে পরামর্শের বিষয় আছে। চার্জশিটের কথা তো আগাগোড়াই বলেছি, এটা একটা মনগড়া উপন্যাস। মূলত মূল আসামিদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য এ ধরনের কারবার করা হয়েছে। নাথিং নিউ। জজ মিয়া এবং জাহালমের আরেকটা সংস্করণ।

রিফাতের মামলার তদন্ত কর্মকর্তা আদালতে মিন্নির যে জবানবন্দি জমা দিয়েছেন যে বিষয়ে এ আইনজীবী বলেন, দেখেছি। আমি তো কোর্টে বসেই দেখেছি। আপিল বিভাগের চেম্বার আদালত যখন আমাদের দেখাতে দিতে বলেছিলো তখন এক নজর দেখেছি। সেটাও (১৬৪ ধারার জবানবন্দি) একটা উপন্যাস।’

গতকাল শনিবার বিকেলে ঢাকাগামী একটি লঞ্চে বরগুনা ত্যাগ করেন মিন্নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *